সংবিধিবদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তি
আমরা বর্তমান সময়ে এশিয়ার কিছু অসাধু বাঙ্গালীদের অপতৎপরতার বিষয় ইতিপূর্বেই সর্তক করেছি, তারি ধারাবাহিকতায় আজকের লিখনি, আমরা দেখেছি- কিছু ব্লগার, ফেইসবুক, গুগল প্লাস, ইউটিউব চ্যানেলে, মোবাইল এ্যপে আমাদের কপিপেষ্ট ছিলো যা আমরা সকলকে অবহিত করেছি, কিন্তু তা হতে বিরত থাকার চাইতে বর্তমানে হচ্ছে ঠিক উল্টো। যেমন এখন বাজারের কিছু তথাকথিত তান্ত্রিক বই থেকে রঙ্গচঙ্গা লোভনিয় কথা তান্ত্রিকতার নামে, কখনো কিছু সম্পূর্ণ আজে বাজে কথা মন্ত্র বলে পোষ্ট দিচ্ছে বা ভিডিও বানিয়ে ছারা হচ্ছে, সেই সাথে চলছে ব্যপক প্রচার প্রচারনা, এরজন্য এক একজন ফেইক তান্ত্রিকগণ বেশ কিছু ফেইক আইডি বিশেষ করে ফেইসবুকের সুন্দরি মেয়েদের ছবি দিয়ে আইডি করছে সেগুলোর মাধ্যমে তান্ত্রিক প্রচারনা চালাচ্ছে, কিছু কিছু আবার ছেলেদের আইডি বানিয়ে একে অপরের সুনাম, দুর্নাম, কখনো মিথ্যা ক্লাইন্ট সেজে কমেন্ট করার কাজ করছে, অনেকের নিকট এই অভিযোগও পাওয়া গেছে যে কিছু তান্ত্রিকের পক্ষ নিয়ে কিছু মেয়ে কাজ করছে যারা ফেইসবুকে আইডি ব্যবহার করে বিভিন্ন ক্লাইন্টের সাথে যোগাযোগ করে তাদের মিথ্যা আশ্বাষ দিয়ে প্রলোভন দেখিয়ে ক্লাইন্টদের বিভ্রান্ত করছে, এক পর্যায় তাদের সাথে প্রতারনা, সেই সাথে আমরা এও অভিযোগ পেয়েছি যে কিছু কিছু ক্লােইন্টদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে তেনাদের ছবি নিয়েও কতিপয় কুলাঙ্গার তান্ত্রিক নামধারি ভন্ডরা সেই সকল অসহায় ভগ্নহৃদয় ক্লাইদের ব্লাক মেইল করছে। আমরা দেখেছি বিগত দু বছরে এই সকল ভন্ড তান্ত্রিকদের দৌরাত্ব মাত্রাতিরিক্ত ভাবে বেরে গিয়েছে। আপনাদের সবিনয় অনুরোধ করা হচ্ছে, যে কোন তান্ত্রিকের নিকট সার্ভিস নেওয়ার পূর্বে তেনাদের অতিত হিষ্ট্রি দেখে নিবেন, যেমন আমরা এই ওয়েবে পোষ্ট দেওয়ার সাথে সাথেই কয়েকটি ব্লগ সাইটে কিছু জারজ সন্তানেরা কপিপেস্ট করে ফেলে এর মধ্যে রেদাওয়ানুল ইসলাম আকাস নামক একটি বখাটে রয়েছে সর্বাগ্রে এমন কয়েকটি ব্লগে আমরা এমন রিপট পেয়েছি, যারা এখন একাই কয়েকটি ফেইসবুক পেইজে ভিন্ন ভিন্ন নামে তান্ত্রিক সেজে সকলের সাথে প্রতারনা করছে। সময়ের একটি সাবধানতা অসময়ের কান্নার চাইতে শ্রেয়।