এই ধাপে ত্রাটক সর্ম্পকে একজন ছাত্রকে সর্ম্পূন প্রশিক্ষন দেওয়া হয়।
সম্মোহন, মেশমেরিজম, টেলিপ্যাথি, আত্নসম্মোহন, হিপনোটাইজম,
অটোশাজেশন, মেডিটেশন, সর্বপরি তাকে ত্রাটক সম্পর্কিয়
সমস্ত বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।।
যা কিনা সমস্ত তন্ত্র, মন্ত্র, দোওয়া, তাবিজাতের অনেক
অনেক উপরের বিষয়।।
************<<<=>>>************
ইহা ছাড়াও আপনারা যদি শুধুমাত্র একটি কাজের বা কোন সাধনার জন্য আমাদের ফরমায়েস দেন, তবে তার জন্য প্রয়োজনীয় দক্ষিণা প্রদান করতে হবে। সাধারনত আমরা জানী কোন বস্তু পেতে হলে তার মূল্য প্রদান করতে হয়, সেটা হোক অর্থঃ, শ্রম, মনঃ বা অন্য কোন বস্তুর মাধ্যমে। দোওয়া মন্ত্র বা তন্ত্রে কোন কাজ করতে হলেও তেমনি কিছু দক্ষিণা প্রদান করতে হয় যাকে হাদিয়াও বলতে পারেন। এটি সম্পূর্ণ পারিশ্রমীক নয়, এর কিছু দিতে হয় যাকাত হিসেবে অর্থাৎ মন্ত্রের দক্ষিনা, কিছু দিতে হয় মন্ত্রে ব্যবহৃত উপকরণ ক্রয় বাবদ, কিছু দিতে হয় সাধারন সদগার জন্য এমনি ভবেই এর মূল্য বন্টন করা হয়।।