
বিধিঃ যদি কোন রুপবতী স্ত্রী বা নারীকে দেখে এমন প্রেমে পড়ে যায় যে, পুরুষের চোখের ঘুম হারাম হয়ে যায়, তাকে এক মুহুর্ত না দেখলে কোন কিছুই ভালো লাগে না অথচ তাকে কিছু খাওয়ানো বা তাকে কিছু দেওয়া কোন ভাবে সম্ভব নয় সে ক্ষেত্রে এই মন্ত্র প্রয়োগ করা হয়ে থাকে। যখনই সেই স্ত্রী বা নারী বা যুবতীর সাথে দেখা হবে তখনই দুর থেকে ঐ মন্ত্র পাঠ করা শুরু করবে এবং যখন কাছা-কাছি আসবে তখন তার দিকে ফুঁ মারবে। এই প্রকৃয়া কয়েকদিন করতে পারলে সেই রমনী যেমন’ই হোক না কেন, কয়েকদিন যেতেই সেই পুরুষের অনুরক্ত হয়ে যাবে এবং সেই পুরুষের প্রেমে পড়ে যাবে। মন্ত্রটি মুখস্ত করতে হবে যে কোন পূর্নিমা বা গ্রহনের দিন, এবং অবশ্যই তার আগে মন্ত্রদাতার অনুমতি নিতে হবে।