হারানো বস্তু ফিরে পাওয়ার উপায়ঃ
দোওয়াঃ আল্লাহুম্মা জামিউন নাসি লিইয়াওমিল জামই’লা রাইবা ফীহি ইজমা। বাইনা ফুলানিন ওয়া বাইনা ফুলানিন ওয়া বাইনা মতাইহী ফুলানু শাইয়িন ইন্নাকা লা তুখলিফুল মী’আদ।
কোন জিনিস হারিয়ে গেলে নিম্মোক্ত দোওয়া পাঠ করে তা তালাশ করলে স্রষ্টার কৃপায় তা ফেরত পাওয়া যায়।