স্বপ্নদোষ বন্ধ করার মন্ত্রঃ
কালী কালী মহাকালী
শ্মশান কালীর পা,
যদি মা আমার অঙ্গে করস ঘা,
দোহাই ঈশ্বর
মা রাধার মাথা খাস।।
বিধিঃ উপরক্ত মন্ত্র শুক্ল পক্ষের শনিবার সকালে মুখুস্ত করতে হবে। এবার রাত্রে শোবার সময় মন্ত্রটি তিনবার পাঠ করে নিজের লুঙ্গি খুলে পুনরায় উল্টা করে পড়তে হবে এতে করে এবার ঘুমানোর সময় আবার তিনবার মন্ত্র পাঠ করে ঘুমাতে হবে। এতে সাধক এবং সেই খাট বা চকিতে যে যে শয়ন করিবে কারই আর স্বপ্ন দোষ হবে না।।