স্ত্রী বশীকরণ মন্ত্রঃ
ওঁ নমো কামাক্ষীদেবী ..নাম.. নারী বশং কুরু কুরু স্বাহা।।
যে কোন নবোচন্দ্রদ্বয়ের সময় সুদ্ধ চিত্ত্বে তান্ত্রিক নিয়মে ৩-৭-১৪ দিনে উপরক্ত মন্ত্রটি একটি নিদ্রিষ্ট সময়, নিদ্রিষ্ট স্থানে বসে ১,00,000 (এক লক্ষ) বার জপ করলে মন্ত্র সিদ্ধ হয়।। মন্ত্র পাঠ করার সময় যেখানে নাম কথাটা আছে সেখানে উদিষ্ট নারীর নাম বলে জপ করতে হবে।মন্ত্র সিদ্ধ হওয়ার পর নিন্মলিখিত যে কোন একটি প্রয়োগ করার সময় ১0৮ বার অভিমন্ত্রিত করে কাজ করলে কাজটি অবশ্যই সফল হবে। এটি পরিক্ষীত
১ম নিয়মঃ উক্ত মন্ত্র মঙ্গলবার দিন পানের রসে তালের মাথা ও মেনসিলকে পিষে উক্ত মন্ত্রে ১0৮বার অভিমন্ত্রিত করে তা দিয়ে কপালে তিলক কেটে ইপ্সিত স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালে সে দেখা মাত্র বশীভূত হবে।।
২য় নিয়মঃ শনিবার দিন পদ্মপাতা ও গোরোচনা একসাথে পিষে উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে তা দিয়ে কপালে তিলক কেটে যাকে বশীভূত করা হবে সেই স্ত্রীর সামনে গিয়ে দাঁড়াবে তখন দেখা মাত্রই সে বশীভূত হবে।।