সুতিকা রোগের মন্ত্রঃ
“লক্ষণ হইলেন পরশ কোকা বলেন সীতা ছাওয়াল চাই
শূন্য ঘর পাইয়া আসিল পরশ ভাই দেখে সীতার মন্ডপে
চুলে ধরিয়া তাহারে ফেলাইলেন দূর, হাত পাও ভাঙ্গিল তাহার
মাথা চুর। সিদ্ধি গুরুর পাও শ্রীরামের পাও।”
সূতিকা গৃহে গর্ভবতীর কোনরুপ গর্ভ পীড়া হইলে কূপ বা পুস্করিনীর কিঞ্চিৎ জল একটি পিতলের বাটিতে লইয়া, তিনগাছি উলুখড় এক আঙ্গুল পরিমাণে লইয়া জল নাড়ীবে ও এই মন্ত্র পড়িবে। এই রুপ সাতবার পড়িয়া প্রসুতিকে খাইতে দিবে। ইহাতে প্রসূতির সকল যন্ত্রনা দূরীভূত হইবে এবং সুতিকা জনিত কোন রোগ ভয় হইবে না।। সাধারনত দেখা যায় এই রোগে ভুগে সদ্য প্রসুত মহিলারা
স্বাস্থ্য ভেঙ্গে একেবারেই কিংভুত কিমাকার হয়ে যায়।।