সুখ প্রসব মন্ত্রঃ
“ওঁ মুক্তাঃ পাশা বিমুক্তাশা মুক্তাঃ
সূর্ষেণ রশ্ময়ঃ
মুক্তাঃ সর্বভয়াদগর্ভ ত্রহি
মাচির মাচির স্বাহা।।”
বিধিঃ উপরক্ত মন্ত্র শুদ্ধাচারে তান্ত্রিক নিয়মে প্রথমে একশত আটবার জপ করে মুখুস্ত করে রাখবে। এবার যখনই কোন নারীর প্রসব বেদনা শুরু হবে।তখন উক্ত মন্ত্রে মাত্র আটবার জপ করে এক গ্লাস জ্বল অভিমন্ত্রিত করে প্রসুতিকে খাওয়াবে। তাহলে তার প্রসব খুব শীঘ্রই হবে এবং অনেক শান্তিতে হবে।।