মন্ত্রগুরু
সিদ্ধ বশীকরণ যন্ত্রঃ
বিধিঃ যে ব্যক্তি আদালতে মামলা মোকদ্দমায় জয়লাভ করতে চায় বা স্ত্রী কিংবা পুরুষকে বশ করতে চায়, ইচ্ছানুযায়ী চাকরি পেতে চায়, ধার শোধ করতে চায়, লেনদেনের ব্যপারে মিমাংশা, বিবাহের ইচ্ছা, আকষ্মাৎ ধনপ্রাপ্তি, গুপ্তধন প্রাপ্তী, যশ, খ্যাতি, পদ-প্রতিষ্টা, কীর্তি, সমাজে সম্মান প্রতিষ্টা ইত্যাদি যে কোন প্রয়োজন পুর্তির জন্য এই নকশা বা যন্ত্র প্রয়োগ করে তা পেতে পারে।
বশীকরণ, সম্মোহন, সর্বসিদ্ধির জন্য এই যন্ত্রকে পাশে রাখতে হবে। তাহলে কোন বাধা আসবে না।প্রতিদিন সকালে সূর্যদ্বয়ের পূর্বে ঘুম থেকে উঠে পবিত্র হয়ে যন্ত্রটিকে কিছুক্ষন স্থির দৃষ্টিতে দেখতে হবে।যন্ত্রটি কোন রুপার পাতে বা ভুজপত্রে বিধি মত অংকিত করে সব সময় সংগে রাখতে হবে অথবা পূজা বা এবাদতের স্থানে রেখে দিতে হবে।।