সর্বপ্রকার ভয় থেকে রক্ষার উপায়ঃ-
যেদিন রাত্রিতে অশ্লেষা নক্ষত্র হবে, সেদিন আমলকী বৃক্ষের মূল এক টুকরা কেটে নিয়ে ঘরে আনবেন। সাদা সুতাকে যে কোন রঙে রাঙিয়ে বা কালো সুতার দ্বারা ডোরী তৈরি করবেন। এই ডোরীতে আমলকী বৃক্ষের মূলটি বেঁধে ডান হাতে পরলে চোর, ডাকাত, লুটেরা, জংলী-জানোয়ার ও দুষ্ট হাওয়া-বাতাস থেকে রক্ষা পাবেন। এই তাগা তৈরি করার সময় কোন মন্ত্র পাঠ অথবা কোন প্রকার পূজা প্রভূতি করা অনিবার্য নয়। তবে জড়ি-বুটির শুদ্ধ হবার দরকার। জড়ি-বুটি আনতে, গণ্ডা অর্থাৎ তাগা তৈরি করতে এবং ধারণ করার সময় যে সব নিয়ম বর্ণিত আছে, সেইসব দিন, তিথি, সময় এবং নক্ষত্র বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। সবার ওপর জরুরী হলো যে, প্রস্তুত করা তাগার শক্তির ওপর আপনার বিশ্বাস এবং ধারণকর্তার পূর্ণ বিশ্বাস চাই। কারণ তুক-তাক, যাদু ও টোটকার জগৎ সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর নির্ভরশীল। তর্কের দ্বারা বা অবিশ্বাসে এতে কোন ফল হয় না।.