সর্তকতাঃ
বাংলাদেশে একমাত্র আমরাই সর্বপ্রথম প্রাচীন, বিলুপ্তপ্রায়, প্রভাবশালী আমাদের পূর্বপূরুষদের ঐতিহ্য গাথা তন্ত্র, মন্ত্র, দোওয়া তাবিজ টোনা টোটকার সমাহারকে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এশিয়া মহাদেশ সহ গোটা বিশ্বজুরে আমাদের সফল কার্যক্রম সেবা প্রদান করে আসছি, আমাদের এই সফলতাকে ম্লান করতে কিছু অসাধু প্রতারক আমাদের নামে ও কিঞ্চিৎ ব্যতিক্রমি নামে বিভিন্ন ব্লক সাইট খুলে সর্বসাধারনের সংগে প্রতারনা করছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তাই সকলের মঙ্গলের জন্য অনুরোধ জানাবো আপনারা ব্লগ সাইট ও ওয়েব সাইট সর্ম্পকে পার্থক্য বুঝুন এবং সেটার কার্যক্রমের সুচনা দেখেই তাদের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, বাংলাদেশে শুধুমাত্র আমরাই montroguru association ( www.montroguru.com) নামে সেবা ও তথ্য প্রদান করে আসছি যেখানে আপনাদের সেবায় দেশ ও বিদেশের স্বনাম ধন্য ২১ জন (বর্তমান) তান্ত্রিক সেবা প্রদান করে আসছে। আমাদের হয়তো কিছু অসফলতা আছে কিন্তু সফলতার হার অন্য যে কোন দেশের তান্ত্রিক গনের চাইতে অবশ্যই আকাশ চুম্বি।
সকলের মঙ্গল কামনা করছি।