সংসারে সুখ=
শনিবার দিন নিত্যক্রয়া সমাপনান্তে তান্ত্রিক আচাড়ে একটি অশ্বথ গাছের পাতা নিয়ে আসতে হবে।
এবার পতাটিকে সামনে রেখে ত্রাটক আসনে কিছুক্ষন ধ্যন করে তার পর পাতাটিকে বাড়ীর যেখানে অর্থ রাখা হয় সেই বাক্সে বা সিন্দুকে পাতাটিকে রেখে দিতে হবে এতে করে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। বাড়ীতে অর্থের অভাব দুর হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমানে দান সদকা করতে হবে। প্রতি শনিবার করে পাতাটিকে বদলিয়ে দিতে হবে।