শ্যাম সাধনা
মন্ত্রঃ- কাখ দেশ ক্যমখ্যা মাই,
জহাঁ বসৈ ইসমাইল জোগী।
ইসমাইল জোগীনে বোই বাড়ী,
ফুল্ল চুগে লুনা-দে চমারী।
এক ফুল হাসে, এক ফুল বসে,
ফুল-ফুল পর না হর সিংহ কা বাসা।
দেখে সেঢ়ো শ্যাম কোরে তেরে ইলম কা তামাশা।।”
বিধিঃ একটি চৌমুখো প্রদীপে সরষের তেল দিয়ে জ্বালিয়ে আসন পেতে উপরের মন্ত্রটি ৭-১১ বার পড়ে সিদ্ধ করে নিতে হবে। এবার সাধনার পূর্বে মন্ত্রটি পড়ে সাধনার সফলতার পথে এগোতে হবে। এই ভাবে প্রতিদিন সাধনার পূর্বে মন্ত্রটি ৪ বার জপ করতে হবে। এই সাধনা পুরো ২১ দিনের। কমপক্ষে ১০৮ বার মন্ত্রটি রোজ রাতে জপ করা দরকার। যদি ২১ দিনের আগেই ‘শ্যাম’ প্রকট হন তবে তারে কাছে তিনটি সর্ত রাখতে হবে। ডাকলে আবার আসবেন এই সর্তে তাকে প্রথম বার ছেড়ে দিতে হবে। তবে সাধনা কিন্তু পুরো ২১ দিনই করতে হবে। ‘শ্যাম’ সাধকের ইচ্ছানুসারে তার সক কাজই করে দেবে। সাধনা চলাকালীন নানরকম উপদ্রব শুরু হতে পারে এতে বিচলিত হবার দরকার নাই। অন্যথায় ক্ষতি হতে পারে।।