শীত করে জ্বর নিবারণঃ
এই জ্বর আসার সময় রোগির হাড় পর্যন্ত কাপতে থাকে। তারপর জ্বর খুব বেড়ে যায়। এমতাবস্থায় রবিবার অথবা মঙ্গল বার দিন রসুনের ৭ টি কোয়া নিয়ে ( এক কোয়া রশুনের ৭টি রশুন হলে ভালো হয়) পেষন করে কালো কাপড়ে বেঁধে রাখবে, সেই কাপড়, রোগীর গায়ের বুড়ো আঙ্গুলে বেধে দিবে।তিন ঘন্টা পরে কাপড়টি খুলে নিয়ে কোন চৌরাস্তার উপর ছুড়ে দিয়ে চলে আসবে। এই প্রয়োগে শীত জ্বর ভলো হয়।।