মন্ত্রগুরু
শত্রুকে জব্দ করাঃ
ق
Ø বিধিঃ কোন ব্যক্তি যদি বিদেশে থাকা অবস্থায় বিধি মত তর্জনী আঙ্গুলী দিয়ে মাটির উপর এই হরফটি লিখে তার উপর বসে থাকে তবে, কোন ধারনের যাদু, মন্ত্র, তন্ত্র, টোটকা, জ্বীন, পরী, ভুত, পেত্নী তার কোন রকম ক্ষতি করতে পারবে না।
Ø বিধিঃ যদি কোন ব্যক্তি এই হরফটি তান্ত্রিক বিধি মত জাওয়া পাতায় ১০০ বার লিখে শত্রুর ঘরে কোন ভাবে পুতে রাখতে পারে তবে তার শত্রু অচিরেই ধ্বংশ হয়ে যাবে।
Ø বিধিঃ অনেক বার পরিক্ষীত এই টোটকা আপনারাও কাজে লাগাতে পারেন। কোন শত্রুর যদি ঘুম বন্ধ করার ইচ্ছা যাগে তবে তান্ত্রিক আচার মেনে বিধি মত এই হরফটি ২২ বার লিখে এবং তার নিচে শত্রুর নাম লিখে সেটাকে কোন বড় পাথরের নিচে রাখতে হবে বা পাথর দিয়ে চাপা দিয়ে রাখতে হবে এতে করে সেই শত্রুর ঘুম বন্ধ হয়ে কষ্ট পাবে।
(উপরক্ত নিয়ম গুলো অবশ্যই নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করবেন না, নতুবা নিজের ক্ষতি ডেকে আনবেন।যে ব্যক্তি আপনার ক্ষতি করছে এবং সমাজের ক্ষতি করছে তার ক্ষেত্রে গুরুর আদেশ নিয়ে করলে কোন ক্ষতি নেই।)