রুযীতে বরকত লাভের তদবীর (পরিক্ষীত)
দোওয়াঃ আল্লাহুম্মা রাব্বানা আনযিল আ’লাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈ’দাল লি আওয়্যালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ার যুক্বনা ওয়া আন খায়রুর রাযিক্বীন।
যদি কউ প্রচুর উপার্জন করা সত্যেও তাতে কোন বরকত না পায়, অথবা সামান্য রুযীর কারনে অভাব অনটন লেগেই থাকে, তাহলে সে ব্যক্তি প্রত্যহ রাতের বেলা আকাশের চাঁদ দেখে সূরা ফাতেহা এক হাজার বার পাঠ করে উপরে উল্লেক্ষিত দোয়াটি চল্লিশবার পাঠ করে স্রষ্টার কাছে উদ্দেশ্য সাফল্যের জন্য দোওয়া করবে। তাহলে তার রুযীর মধ্যে বরকত হয়ে যাবে রুযী বৃদ্ধি হবে।