মন্ত্রঃ ওঁ শান্তে প্রশান্তে সর্বক্রোধোপশমনং কুরু কুরু স্বাহা।
বিধিঃ উপরোক্ত মন্ত্র বিধিমত সিদ্ধি প্রাপ্ত করে রাখতে হবে এর পর যে কোন সমস্যায় বা কোন রাগান্বিত ব্যক্তির নিকট যাওয়ার আগে ২১ বার মন্ত্র জপ করে দু-হাতে ফু দিয়ে- হাত দিয়ে মুখ মুছতে হবে এতে করে তার প্রতি দৃষ্টিপাত করা মাত্র রাগান্তিত ব্যক্তির রাগ বিলিন হয়ে যাবে এমনকি স্রষ্টা, দেবতা, অপদেবতা সকলের রাগ বিনিষ্ট হয়ে যায়।