মাছ ধরা মন্ত্রঃ (পরীক্ষিত)
শ্মশানের মাটি লই হাতেতে করিয়া,
বিসমিল্লাহ বলে দেই জলেতে ফেলিয়া,
যে যেখানে আছে মাছ আন হে ডাকিয়া,
মাটি ফেলি মাটিশ্বর আছেন বাসিয়া।।
এই মাটি গড়ি করি মাছি ধরিবার,
যথায় রহিস মাছ শীঘ্র কাঁটায় ধর,
কার আজ্ঞে,
কাঁউরের কামিক্ষা মায়ের আজ্ঞে।
কার আজ্ঞে,
হাড়িরি ঝি চন্ডীর আজ্ঞে।।
বিধিঃ উক্ত মন্ত্র বিধি মত প্রথমে যে কোন শনি বার বা মঙ্গল বার মুখস্ত করে রাখবে।। এবার যেদিন মাছ ধরতে যাবে সেদিন শ্মশানে গিয়ে এক মুঠ মাটি নিয়ে আসবে এবং উক্ত মন্ত্র সাত বার পাঠ করে যেখানে ছিপ ফেলবে সেখানে ছিটিয়ে দিয়ে পরে সেখানে ছিপ ফেলবে। ঈশ্বরের কৃপায় অনেক মাছ পাবে যা আগে কখনও পাওনি।।