মাছের কাটা গলায় বিধলেঃ
সমুদ্রের মধ্যে অরমু
সমুদ্রের গাঙ্গ।
সেই মাছ কুইরা ধইরা যে খায়,
খাইয়া কুইরা উইরা সে যায়,
..নাম.. গলার কাটা
মাগে দিয়া চলে যায়।।
বিধিঃ মন্ত্রটি কোন শনি বা মঙ্গল বার দেখে মুখুস্ত করে রাখতে হবে। এর পর যখনই কারও গলায় কাটা ফুটবে, তখন এই মন্ত্র তিন বার পড়ে সাদা ভাতে ফু দিয়ে খাওয়াবে এবং সেই সাথে আরও তিন বার পড়ে গলার মধ্যে তিনবার ফু দিলে কাটা নেমে যাবে।।