নমো ভগবতী মঙ্গলেশ্বরী সর্বসুখরা
জিতী সর্বধর মাতেঙ্গী কুমারী কে লঘু-লঘু
বশং কুরু কুরু স্বাহা
বিধিঃ এই মন্ত্র এক হাজার বার জপ করে সিদ্ধ করতে হবে। এর পর যখন প্রয়োগ করতে যাবে তখন নিন্ম লিখিত প্রয়োগের যে কোন একটি প্রয়োগকে একশত আট বার অভিমন্ত্রিত করে কার্য সাধন করবে।
প্রয়োগ ১) গোরোচনা ও সহদেবী জলে পিষে উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে এবার ঐ প্রলেপ দিয়ে নিজ কপালে তিলক কেটে সাধ্য স্ত্রীর নিকট গেলে সে তা দেখা মাত্র বশীভূত হবে।।
প্রয়োগ ২) কৃষ্ণ পক্ষের অষ্টমী বা চতুর্দশী তিথিতে সারাদিন ব্রত পালন করে সহদেবী তুলে এনে তাকে চূর্ণ করে উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে ঐ চূর্ন যে স্ত্রী লোককে খাওয়ানো যাবে সেই বশীভূত হবে। যদি উক্ত চূর্ণ স্ধ্য স্ত্রীর মাথায় দেওয়া যায় তাহলে সে সাধকের বশীভূত হবে।।
প্রয়োগ ৩) সহদেবীর শিকড়কে উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে নিজের মুখের মধ্যে রেখে কিছুক্ষণ উক্ত স্ত্রীর সঙ্গে কথা বার্তা বললে সে সাধকের বশীভূত হবে।।