ব্যয় করা অর্থ ফেরত আনা
বিধিঃ আষাঢ় মাসের যে কোন রবিবার নদী বা যে কোন জলাসয় থেকে সঙ্গমরত এক জোড় ব্যাঙ ধরে আনতে হবে। এবার জীবিত অবস্থায় সেগুলো বাড়ীতে আনবে। এবং উভয় ব্যাঙকে গুগগুল দ্বারা ধুনা দিয়ে নর ব্যাঙটির মুখে একটি কাঁচা ৫ টাকার নোট ঢুকিয়ে দেবে এবং মাদী ব্যাঙটির মুখে একটি সোনালী কাঁচা ১ টাকার নোট ঢুকিয়ে দিবে এবার দুটির মুখ টেপ বা তেমন কিছু দিয়ে বেধে দিবে। এবং নদী বা পুকুর ধারে গিয়ে পূর্বদিকে মুখ করে পূর্বদিকে মাদীটিকে এবং পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে নর ব্যাঙটিকে পুঁতে দিবে। তবে একাজটি এমন এক জায়গায় করবে যেখানে কোন মানুষ সাধারনত যায় না বা কোন নর/নারীর পা সেখানে পরে না। এবং এই কাজটি করতে হবে সর্ম্পূন উলঙ্গ অবস্থায়। এবার ঠিক ৮দিন পর সেখানে গিয়ে ব্যাঙ দুটিকে তুলতে হবে। এবার দু টিকে একটু দুরে রাখতে হবে এখন যদি ৫টাকা টি কোন ভাবে ১ টাকার কাছে একাই চলে আসে তবে ৫টাকাটি খরচ করবে আর এক টাকাকে সব সময় পকেটের মধ্যে সজত্নে রাখবে, আর যদি ১ টাকা কোন ভাবে ৫টাকার কাছে আসে তবে ১ টাকা খরচ করবে আর ৫টাকাকে সযত্নে নিজের কাছে রাখবে। এভাবে তুমি ঐ টাকা যত বারই খরচ করনা কেন সেই টাকাটি প্রতিবারেই নিজের পকেটেই পাবে। এটাকে ম্যাজিক/যাদু বা কালা যাদু যা বল বলতে পার তবে, কোন গরিবকে কখনও ঠকাবে না।।