
ব্যবসা বৃদ্ধির টোটকাঃ
বিধিঃ যদি ব্যবসা বা দোকানে কাজ কারবার মন্দা হয় ও আমদানী বন্ধ হয়ে যায় তবে এক চিমটা আটা নিয়ে ব্যবসার মুখ্য স্থান বা দোকানের প্রধান দরজার সামনে ফেলতে হবে এবং মুখে বলতে হবে েএই আটাতে যার নজর পড়বে তার ক্ষেত্রেই কার্যকর হবে। এই ক্রিয়া শুক্লপক্ষের প্রতিপদ থেকে পূর্নিমা পর্যন্ত লাগাতার করতে হবে, এটা করার সময় যেন কেউ দেখতে না পায় এটি চুপ চাপ করতে হবে। এতে করে এক মাসের মধ্যে ব্যবসা বা দোকানের বিক্রি বেড়ে যাবে।