পুরুষ হলেই সে সহবাস করতে পারবে-আর সহবাস করতে পারলেই সে একজন নারীকে পরিপূর্ন তৃপ্তি দিতে পারবে এটা বলা মুশকিল। কারন আমাদের দেশের শতকরা ৭৫ জন পুরুষ-ই। নারী দেখলে পুলকিত তো হয় কিন্তু নারীর স্বানির্ধে গেলেই তার সারে বাংলা অবস্থা, যাকে বলে দোকান খুলতেই বেচা কেনা শেষ। হয়তো নারী তার কাপর হাটু অবধি উঠায় নি কিন্তু পুরুষের বির্যপাত হয়ে গেছে এমন হর হামেষাই হয়। আর এই সুযোগে কিছু অসাধু ঔষধ বিক্রেতা তাদের বিজ্ঞাপন দিয়ে আমাদের মাঝে বিক্রি করছে নানা রকম ক্ষতিকর ড্রাগ যা কিনা শুধু যৌন শক্তিকেই নষ্ট করে না একজন পুরুষের শরির কেও তিলে তিলে নষ্ট করে। আর তাই আমার অনুরোধ বাজারের ছরানো না না রকম ঔষধ বা ড্রাগ সেবন করে নিজের সুন্দর জীবন ও যৌবন কে শেষ করে দিবেন না। বাংলার মাটিতে এমন হাজারো গাছ গাছরা আছে যা আপনার যে কোন ধারনের যৌন সমস্যাকে চিরতরে মুক্তি দেবে।।
একটি পদ্ধতী আমি আপনাদের দিলাম –
যে কোন ভাবে হোক বেশ কিছু তেতুলের বিচি জোগার করুন এবার সেই বিচি গুলো প্রথমে উপরের খোসা ছরান। ভিতরে কিছুটা ছিম বিচির মতই। এবার এগুলো বিকালের দিকে কোন মাটির পাত্রে ভিজিয়ে রেখে দিন এবং পরদিন সকালে এগুলো পাটাতে ভালোভাবে পিষুন এবং এর সাথে কিছু পরিমান লালি/ভেলি গুর/ ঈখুর খয়েরী রংগের এক প্রকার গুর বাজারে পাবেন। এটা মিশিয়ে আধ তোলা পরিমান বটিকা বা বরি তৈরী করুন। এগুলো কোন প্লাস্টিকের জারে রেখেদিন। এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একটি করে বরি দুধের সাথে খেলে নিশ্চিত আপনার পুরুষত্ব প্রচুর পরিমানে বৃদ্ধি পাবে।।
আর একটি পদ্ধতীঃ পেঁয়াজের রস ২00 গ্রাম এবং মধু ৪00 গ্রাম এক সংগে মিশিয়ে এ্যালুমিনিয়ামের করাইতে পাক করুন। যতক্ষন পর্যূন্ত বেশ গার না দেখায়। একদম গার হয়ে গেলে করাই নামিয়ে শিশিতে ভরে রাখুন। এগুলো প্রতিদিন সন্ধ্যায় ও সকালে খালিপেটে চা চামুচের এক চামুচ খেলে আপনার পুরুষত্ব নির্ঘাত বৃদ্ধি পাবে।।