বহু প্রাচীন খনার বচন চির অম্লানঃ
রোপন ও কর্তনের সময় নিরুপনঃ-
শ্রাবনের পূরো ভাদ্রের বার,
এর মধ্যে যত পার,
ষোল চাষে মূলা,
তার অর্ধেক তূলা,
তার অর্ধেক ধান,
বিনা চাষে পান।
খনা বলে শুন চাষী ভাই গন,
হাল লৈয়া মাঠে যাইবেক যখন।
শুভ লক্ষন দেখি করিবে যাত্রা,
পথে যেন না শুন অশুভ বার্তা।
করিতে হইবে দিক আগে নিরূপণ,
পূর্ব হইতে কর হাল চালন।
হাল যদি পূর্ব হইতে চালিত হয়,
সফল হইবে, না রহিবে সংশয়।
পূর্নিমা অমাবশ্যায়,
যেই হাল ধরে হায়,
কোন দিন তার দুঃখ-
দূরে নাহি যায়।
তার বলদের ধরে বাত,
ঘরে না থাকে ভাত।
খনা বলে শুন মোর বানী,
যে চষে আমি তার প্রমাদ গুনি।
আষাঢ়ে কাড়ান নামকে,
শ্রাবনে কাড়ান ধানকে।
ভাদরে কাড়ান শীষকে,
আশ্বিনে কাড়ান কিসকে।
ঘরে বলদ, না ধরে হাল,
তার দুঃখ চিরকাল।
চিনিস বা না চিনিস
খুজেঁ দেখে গরু কিনিস।
কোল পাতলা ডগার গুছি,
লক্ষ্মী বলে এখানে আছি।
ডেকে ডেকে খনা গান
রোদে ধান ছায়ায় পান।
শিষ দেখে বিশ দিন
কাটতে মাড়তে দশ দিন।
শনি রাজা মঙ্গল পাত্র
চষ খোঁড় কেবল মাত্র।
আউশ ধানের চাষ
লাগে তিন মাস।
ভাদ্রের চারি–আশ্বিনের চারি
কলাই রোবে যত পারি।
সরিষা বুনে কলাই মুগ
বুনে বেড়াও চাপড়ে বুক।
আশ্বিনের উনিশ কার্তিকের উনিশ
বাদ দিয়ে মটর বুনিস।
খনা বলে চাষার পো
শরতের শেষে সরিষা রো।।
ধর্মার্থে উপবাসের দিনঃ
শয়ন উত্থান পাশ মোড়া,
তার মধ্যে ভীমে ছোঁড়া।
দুই ছেলের জন্ম তিথি,
অষ্টমী নবমী দুটি।
পাগলার চৌদ্দ পাগলীর আট।
এই নিয়ে কাল কাট,
এও যদি না করতে পারিস
ভগার খাদে ডুবে মরিস।।
যাত্রার শুভ সময় নির্ধারনঃ
মঙ্গলের উষা বুধে পা,
যথা ইচ্ছা তথা যা,
রবি গুরু মঙ্গলের উষা
আর সব ফাসা ফুসা।
ডাকে পাখী নাছাড়ে বাসা,
উড়িয়ে বসে খাবে করি আশা,
ফিরে যায় না, না পায় দিশা,
খনা ডেকে বলে, সেই সে উষা,
উড়ে পাখী খায় না
তখনি কেন যায় না।।
তিথি গণনার শুভা শুভ নির্ধারণঃ
রবি কুড়ি সোমে ষোল,
পঞ্চদশ মঙ্গলে ভাল।
বুধ এগার বৃহষ্পতি বার,
শুক্র চৌদ্দ শনি তের,
হাঁচি জেঠী পড়ে যবে,
অষ্ট গুণ লভ্য হবে।।
প্রশ্নগণনায়শুভাশুভনির্ধারণ
সাত পাঁচ তিন কুশল বাত, নয়ে একে হাতে হাত,
কি করিবে ছটে চটে, কার্য নাশ দুয়ে আটে।।
যাত্রা কালীন শুভা শুভ জ্ঞানঃ
শুন্য কলশি শুকনা না,
শুকনা ডালে ডাকে কা।
যদি দেখ মাকুন্দ চোপা,
এক পা না বাড়াও বাপা।
খনা বলে এরেও ঠেলি,
যদি সামনে না দেখ তেলী।
ভরা হতে শুন্য ভালো যদি ভরতে যায়,
আগু হতে পিছু ভালো যদি ডাকে মায়।
মরা হতে জ্যান্ত ভাল যদি মরতে যায়,
বায়ে হতে ডাইনে ভালো যদি ফিরে চায়।
বাধা হতে খোলা ভাল যদি মাথা তুলে যায়,
হাসা হতে কাদা ভাল যদি কাদে বায়।।
সুখ–দুঃখগণনা
তিথি বার শ্বনক্ষত্র মাসে যত দিন,
একত্র করিয়া তারে সাতে কর হীন।
একে লাভ, দুয়ে সুখ, তিনে শুক্র ক্ষয়,
চতুর্থে তে কার্যনাশ পঞ্চমে সংশয়।
ষষ্ঠেতে মরণ জেনো, সপ্তমে তে সুখ,
এমন যাত্রায় শ্বশুর, কভু নাহিদুঃখ।
পূ বা দ ঈ অ উ নি
চারি চারি দন্ডে যায় যোগিনী,
ঘোড়ার পৃষ্ঠে দেবী যায়,
সম্মুখে ডাইনে ধরে খায়।।