বশীকরণ টোটকা ত্রাটকঃ
বিধিঃ আপনি আপনার আশে পাশের জেলার যে জেলাতে চা পাতা পাওয়া যায় সেখান থেকে ভালোমানের ভেজালমুক্ত চা পাতা সংগ্রহ করে নিয়ে আসুন। এবার সে চাঁ পাতাগুলো একটি িবাটিতে নিয়ে আপনার বিছানার পার্স্বে রাখুন, এবার আপনার প্রেমীকাকে ভাবতে ভাবতে আপনি কামাশিক্ত হন- এতোটাই উত্তেজিত হয়ে পরুন যেন আপনার শরির থেকে ঘাম বের হয়ে আসে। তবে অবশ্যই তা করতে হবে আপনার নির্দিষ্ট নারীকে ভাবতে ভাবতে। এবার সেই ঘাম আপনার বিছানার পার্স্বে রাখা চা পাতাতে ছিটিয়ে দিন এবং ভালোভাবে মিশিয়ে দিন। তার কথা ভাবতে ভাবতে ব্যকুল হয়ে সেগুলো মিশাবেন। এখন যদি কোন ক্রমে সেই চাঁ পাতা শুকিয়ে সেই চা যদি আপনার কাঙ্খীত নারীকে চা বানিয়ে খাওয়াতে পারেন তবে সেই নারী অবশ্যই আপনার জন্য পাগল পারা হয়ে যাবে সন্দেহ নেই।