“ওঁ নমো আদেশ গুরু কো
রাজা মোহু
প্রজা মোহু
ব্রাহ্মণ বানিয়া
হনুমন্ত রুপ মেঁ
জগত মোহু
তো রামচন্দ্র
ফর মানিয়া
গুরু কী শক্তি
মেরী ভক্তি
ফুরো মন্ত্র
ঈশ্বরো বাচা।।”
বিধিঃ যে কোন শুভ মুহুর্তে ২১ দিন ধরে এই মন্ত্র ১০৮ বার করে জপ করে সিদ্ধ করতে হবে। এবার চৌরাস্তার ধূলা নিয়ে তাতে এই মন্ত্র ২১ বার পড়ে ফু দিয়ে তিলক কাটলে যে ব্যক্তি তাকে দেখবে সেই তার প্রতি অনুরক্ত হবে। এটা শাবর মন্ত্র এর কোন কিছু পরিবর্তন পরিবর্ধন করা যাবে না। যে ভাবে যে উচ্চারণ আছে সেই ভাবেই এটি জপ করতে হবে। এর জন্য কোন অঙ্গন্যাস বা করন্যাস নেই এগুলো আদিকাল থেকেই স্বয়ং সিদ্ধ মন্ত্র একবার সিদ্ধ করে নিলে আজীবন কাজে লাগানো যায়।