বশিকরণে জল পানঃ
“ওঁ নমো ক্ষিপ্র কর্মানী অমুকীং মে’ বশমানয় স্বাহা।”
বিধিঃ উপরক্ত মন্ত্রটি যে কোন শুভ মুহুর্তে শুদ্ধাচারে তান্ত্রিক নিয়মে ১০,০০০ (দশ হাজার) বার জপ করে প্রথমে সিদ্ধ করে নিতে হবে।এরপর যখন প্রয়োগের দিন কোন চন্দ্রমাসের প্রথম রবিবার বা বৃহস্পতিবার হতে শুরু করবে।প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কারও সাথে কথা না বলে একটি পিতলের ঘটি বা লোটাতে পানি নিয়ে উক্ত মন্ত্র ৭ বার জপ করে পানী অভিমন্ত্রিত করবে সেই পানী দিয়ে মুখ ধুবে এবং মুখ ধোয়া শেষ হলে সেই পানী থেকে অবশিষ্ট পানি প্রতি সাতবার অভিমন্ত্রিত করে সাত গন্ডুস পানী পান করবে। এভাবে এই প্রয়োগ চলবে একটানা সাতদিন।সাতদিনেই তার পরিবর্তন লক্ষ্য করবে।তোমার মনো কামনা পূর্ন হবে তবে অবশ্যই পানি পান করার সময় অবশ্যই কাঙ্খীত ব্যক্তির নাম উচ্চারন করতে হবে।।