বশিকরণে অন্ন ভোজনঃ
“ওঁ নমো কট বিকট ঘোর রূপিনে স্বাহা”
বিধিঃ উপরক্ত মন্ত্রটি যে কোন শুভ মুহুর্তে শুদ্ধাচারে তান্ত্রিক নিয়মে ১০,০০০ (দশ হাজার) বার জপ করে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এর পর যখন প্রয়োগ করবে তখন প্রতিদিন সকালে যখন ভাত খেতে বসবে তখন উক্ত মন্ত্র ৭ বার উচ্চারন করে এক গ্রাস ভাত মুখে দিবে। প্রতিবার ভাত মুখে দেওয়ার সময় কাঙ্খীত মেয়ে/ছেলের নাম ও তার মায়ের নাম উচ্চারন করতে হবে।এভাবে সাত গ্রাস ভাত খাবে। এই নিয়ম একটানা সাতদিন পর্যূন্ত চলবে। এই সাত দিন সকালে সাতগ্রাস ভাত ছাড়া আর ভাত খাওয়া যাবে না। দুপুর রাতে বা অন্য সময় রুটি বা অন্য কিছু খেতে পারবে কিন্তু ভাত খাওয়া যাবে না। সাত দিন পার হলেই যার নাম করে ভাত খাবে সে তার অনুরক্ত একান্ত ভক্ত হয়ে যাবে তার বিরহ সইতে পারবে না।।