বজ্রপাত থেকে মুক্তির উপায়ঃ
“ওয়া ইউসাব্বিহুর্ রা’অদু বেহামদিহী ওয়াল মালাইকাতু মিন খীফাতিহী।।”
বজ্রপাতের সময় তান্ত্রিক নিয়মে উল্লেক্ষিত আয়াত বা মন্ত্র পাঠ করতে থাকলে বজ্রপাত থেকে বা বজ্রের আঘাত থেকে মুক্তি পাওয়া যায় আবার বিজলি চমকানোর সময় এই আয়াত পাঠ করলে বজ্রপাত থেকে সমস্ত বাড়ী মুক্ত থাকবে।