বগলামুখী মন্ত্রঃ
“ওঁ হ্রীং বগলামুখী, সর্বদুষ্টানাম বাচং মুখংপদম্
স্তম্ভয়, জিহ্বাম্ কীলয়, কীলয় বুদ্ধি বিনাশায় হ্রীং ওঁ স্বাহা।”
(সাধকের নাম ও জয় বগলামুখী এই দুটি কথা শেষে বলতে হবে।)
যে কোন প্রকার সামাজিক, আর্থিক, পারিবারিক, রাজনৈতিক বা ঝগড়াঝাটি, চাকরী না পাওয়া, প্রমোশন না হওয়া, মকদ্দমায় জেতার জন্য, পরীক্ষায় সফলতার জন্য বিয়েতে বিঘ্ন, স্বামী স্ত্রীর মতান্তর, ব্যবসার উন্নতি, রোগ, শত্রু থেকে রক্ষা সকল বিষয়ের জন্য এই মন্ত্র অব্যর্থ।
বিধিঃ বগলামুখী দেবী বা যে কোন দেবীর চিত্র সামনে রাখতে পারেন নতুবা নিজ গুরু চিত্র অন্যথায় আয়নার সামনে বসে ফুল, ধুপ, দীপ, দিয়ে নিজ মনোবাসনা পূর্ন করার জন্য ৩১ থেকে ৫১ বার মন্ত্র জপ করতে হবে। যত শুদ্ধতা ও পবিত্রতার সঙ্গে কায় মনে মন্ত্র জপ করা হবে তত তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। বগলামুখী মন্ত্র জপে সাধকের মনোবাসনা অবশ্যই পূর্ন হয়।