মন্ত্রঃ “ ওঁ হ্লীং ভগবতী বগলামুখী দেবী সর্বদুষ্টানাং বাচং মুখং পাদং স্তম্ভয় স্তম্ভয়
জিহ্ব্যং কীলয় কীলয় বুদ্ধিং বিনাশয় বিনাশয় হ্লীং ওঁ স্বাহা।”
বিধিঃ তান্ত্রিক আচারে এবং শুদ্ধ চিত্তে উপরক্ত মন্ত্রটি প্রথমে কোন শুভক্ষনে ১,২৫,০০০ ( এক লক্ষ পঁচিশ হাজার) বার জপ করলে মন্ত্র চৈতন্য হয় এবং মন্ত্র সিদ্ধ হয়।।
এই মন্ত্র সিদ্ধ ব্যক্তি ইচ্ছা মাত্রই কোন শত্রুকে স্তম্ভিত করতে পারে, দুরের সংবাদ বুঝতে পারে, ভবিষ্যৎ জ্ঞান প্রভৃতিতে তার দক্ষতা হয়।।