আমরা যদি দৈনন্দীন জীবনে যে কোন কাজের আগে সময় ও কাজের শুভাশুভ লক্ষন দেখে তার পর কাজে অগ্রসর হই তবে তাতে অসফল হওয়ার সম্ভবনা 1-5%। আর প্রকৃতির এক অমঘ নিয়ম যে কোন শুভ বা অশুভ কাজের আগে অবশ্যই তা কোন না কোন ভাবে আমাদের জানিয়ে দেয় কিন্তু আমরা যারা বোঝার চেষ্টা করি তারা বুঝি কিন্তু যারা যানিনা তারা তো অন্ধকারেই। অনেকেই তো আবার হাস্যকর ভাবে তা বিশ্বাষী করতে চায় না এর সত্যতা যা হোক আপনাদের সামনে আমি কিছু আমাদের ভবিতব্য যানার নিয়ম দিলাম বিশ্বাষ হলে একটি বার পরীক্ষা করে দেখুন- তবে একটি কথা মনে রাখবেন ব্যক্তি ভেদে অবশ্যই ফলাফলের তারতম্য হবে। সেটাকে নিজের জ্ঞ্যনে বিশ্লেষন করতে হবে অথবা চাইলে কোন সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
- অঙ্গ স্পন্দন–
- জাকি নামা-
- ছায়েত নামা-
- রাক্ষস বিদ্যা-
- সান্ধ্য কালিন মোরগ ডাকার ফলাফল-
- টিকটিকি ডাকার ফল-
- কাঁক ডাকার ফলাফল
- নিশ্বাষ প্রসাসের গোপন রহস্য-
- কড়ি চালান-
- স্বপ্ন তত্ব
- হাঁচির মর্ম