মন্ত্রঃ আলিফ, লাম মীম, যালিকাল কিতাবু লা-রাইবা ফীহি”
বিধিঃ যে সমস্ত স্ত্রী লোকদের শুধু মেয়ে সন্তান জন্ম নেয়, পুত্র সন্তান জন্ম হয় না। এই জন্য স্বামী-স্ত্রীর মনে আফসোস এবং সর্বদা দুখি ভাব থাকে তাদের জন্য এই তদবীর খুবই ফলপ্রশু।
নিয়ম- গর্ভবতীর গর্ভ যখন আড়াই থেকে তিনমাসের মধ্যে থাকিবে, তখন পাক পবিত্র হয়ে ফজরের নামাজ আদায়ের পর প্রথমে বিসমিল্লাহ সহ সূরা ফাতেহা সাতবার পাঠ করিবে এবং উপরক্ত মন্ত্র একবার পাঠ করিবে এবং একটি মাটির ঘড়া লইয়া সেই ঘড়াতে কিছু পানি নিয়ে তাতে ফু দিবে। এরপর সেই অভিমন্ত্রিত পানি গর্ভবতী স্ত্রীকে খাওয়ায়ে দিবে। এই ভাবে এই তদবীর একাধারে ২১ দিন করিতে হইবে। স্রষ্টার ইচ্ছায় গর্ভবতী পূত্র সন্তান জন্ম দিবে।।
বিঃ দ্রঃ আমরা বন্ধ্যা, কাক বন্ধ্যা, সন্তানহীন নারীর শন্তানের জন্য চিকিৎসা দেই এবং অবশ্যই যে কোন বন্ধ্যা রমনী আমাদের চিকিৎসায় গর্ভধারন করতে পারবে। আমাদের সাথে যোগাযোগ করুন।।