- ছোট শিমুল মূল চূর্ন ও তালমুলি চূর্ন একত্র করে ঘি ও ছাগলের দুধ সহ সেবনে রতিশক্তি বৃদ্ধি পায়।
- ঘিয়ে ভাজা মাষকলাই ছাগলের দুধে সিদ্ধ করে চিনিসহ সেবনে অত্যন্ত বীর্য বৃদ্ধি পায়।
- আলকুশি (শোয়াসগুরগুরী) বীজ চূর্ণ এবং কুলে খাড়ার বীজ চূর্ণ এক সংগে মধু চিনি ও দুধ সহ সেবনে রতিশক্তি বৃদ্ধি পায়।
- সদ্য মাংস, রুই মাছ, অথবা পুঁটি মাছ ঘি-এ ভেজে সেবন করলেও রতিশক্তি বিশেষ ভাবে বৃদ্ধি পায়।
- ছাগলের অন্ডকোষদ্বয় জল দিয়ে ভালো করে সিদ্ধ করে গাব্য ঘৃতে ভেজে সৈন্ধব লবণ ও পিপুলচূর্ণ সহ সেবনে রতিশক্তি বৃদ্ধি পায়।
- আমলকী চূর্ণ আমলকীর রসে সাতবার ভাবনা দিয়ে ঘৃত ও মধু সহ সেবনে রতিশক্তি বৃদ্ধি পায়।
- শতমূলী ছাগলের দুধ সহ পাক করে চিনি সহযোগে সেবন করলে ইন্দ্রিয় শৈথিল্য দুর হয়।
এছাড়াও নিম্নোলিখিত ঔষধগুলো ব্যবহার ও সেবনে প্রচুর উপকার সাধন হয়।।
- নারায়ন তেল
- বৃহৎ পূর্ণচন্দ্র রস
- চন্দনাদি তেল
- গোধুমদ্দ্য ঘৃত
- বৃহদশ্বগন্ধা ঘৃত
- গুড় কুষ্মান্ডক
- নরসিংহ চূর্ণ
- বৃহচ্ছতাবরী মোদক
- রতিবল্লভ মোদক
- কামাগ্নি সন্দীপন মোদক
- খন্ডাস্রক
- শ্রী গোপাল তেল
- শ্রীমদন তেল
- শ্রী মদনানন্দ মোদক
- শ্রী কামেশ্বর মোদক