পকেট ভর্তি রাখার টোটকাঃ
প্রায়ই দেখা যায় লোকে নিজের পকেটের সমস্ত অর্থ ব্যয় করে থাকে। শেষে অর্থের জন্য অত্যন্ত কষ্ট পায়। প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য অর্থব্যয় হলে তাতে দুঃখ থাকে না, কিন্তু অপব্যয় হয়ে পকেট খালি হলে আপসোসের আর শেষ থাকে না।এই অবস্থা থেকে বাঁচার জন্য তন্ত্র শাস্ত্রে একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। তা নিচে দেওয়া হলো।
বিধিঃ তান্ত্রিক বিধি মেনে যে কোন রবি পূষ্যযোগে একটি দাঢ় কাক ধরে আনতে হবে। এবার তার ডান পায়ের একটি নখ উপড়ে নিয়ে কাকটিকে ছেড়ে দিতে হবে। তারপর ঐ নখটিকে একটি রুপার তাবিজে ভরে পকেটে রেখে দিতে হবে। এতে করে সাধক যেখানে যাবে সেখানেই অর্থের যোগান হবে, যেমন জুয়া লটারী, ব্যবসা ইত্যাদি যেকোন কাজে সে অভাবনীয় রুপে অর্থ পেতে থাকবে।।