নিশিদ্ধ তন্ত্র (যাত্রা রোধ করণ)
একটা গল্প বলি শুনুন – আমার দাদার মুখে শোনা আমাদের এলাকায় একজন প্রভাব শালী ও অত্যন্ত ……. লোক ছিল, সে সময় আমদের এলাকার লোকেরা যদি শহরে যাওয়ার প্রয়োজন পরতো তবে ট্রেনে যেতে হতো, নতুবা গরুর গাড়ীতে, যা হোক বৃটিশ শাষনামলের কথা, তো সেই বুর্জুগ লোক যখনই শহরে যেতে চাইতো তার বাসা থেকে ঘোড়ার গাড়ীতে করে রেল ষ্টেশনে আসতে হতো মোটা মুটি বাসা থেকে রেল ষ্টেশন 14 মাইল রাস্তা পারি দিতে হতো, তো সেই লোক যেদিন শহরে যাবে সেদিন ঐ লোক রেল ষ্টেশনে না আসা পর্যন্ত ট্রেন ছাড়তো না। কোন দিন হয়তো সকাল 11 টার ট্রেন বিকাল 5 টায় ছাড়তো কিন্তু কখনও সেই ব্যাক্তি না পেঁৗছানো পর্যন্ত ট্রেন ছাড়তো না। আবার সেই ব্যক্তি যেদিন যাবে না, সেদিন কিন্তু ট্রেনের কোন সময় পরিবর্তন হতো না ঠিক সময় ট্রেন ছাড়তো। মোট কথা সে যেদিন শহরে যাবে সেদিন ট্রেন তাকে না নিয়ে যেতে পারবে না। তার কিছু এমন ক্ষমতা ছিল যে, সে না পৌঁছানো পর্যন্ত ট্রেন ছাড়তেই পারতো না। এটা শোনা গল্পঃ
আজ বিংশ সতাব্দিতে এসে এ সকল গাল গল্প কিন্তু বিশ্বাষ যোগ্য নয় কিন্তু প্রত্যহ মানুষের জীবনে এমন কিছু ঘটনা অহরহ ঘটে থাকে যা আমাদের ভাষায় আমরা কাকতালিয় বলে থাকি কিন্তু সেই ঘটনাটাই হয়তো কারও জীবনের সংগে বা কারও আত্তার সংগে সংযোগ রেখে ঘটে থাকে। আমি হয়তো আপনাদের বোঝাতে পারি নাই- দুক্ষিত !! এখন আমি এমন একটি বিদ্যার কথা বলবো যেটাতে এমন একটি কাকতালিয় ঘটনা ঘটানো সম্ভব আমার ভাষায় প্রকৃতিকে কিছুক্ষনের জন্য নিজের আওতায় আনা সম্ভব- আর তা হলো আপনি চাইলে কোন বাহন কে- সেটা যে বাহন’ই হোক না কেন (ট্রেন, বাস, এরোপ্লেন) বা অন্য কিছু চলন্ত অবস্থায় তাকে যে কোন স্থানে দার করানো বা নির্দিষ্ট সময়ের পরে ছেড়ে যাওয়ার জন্য বাধ্য করতে পারেন- তবে এটা যত সহজেই বলছি ততটা সহজ কাজ নয়। যেমন আপনি চলন্ত অবস্থায় আপনার সামনে আর একটি চলমান গাড়ীকে থামাতে পারবেন বা স্লো করতে পারবেন বা আপনার গাড়ীকে থামাতে পারবেন। কিন্তু আপনি নিজে যদি সেই গাড়ীটা ড্রাইভ করেন তবে কিন্তু সম্ভব নয়।আপনাকে থাকতে হবে পেসেঞ্জার হিসেবে তবেই সম্ভব। আপনার মানষিক শক্তি অত্যন্ত প্রখর হওয়া বাঞ্জনিয়- আপনি একজন টেনশন ফ্রি জীবন যাপনের অধিকারী, আপনি সর্বদা দুশ্চিন্তাকারী হলে আপনাকে দিয়ে হবে না। আপনার এ বিষয়ে অগাধ বিশ্বাষ থাকতে হবে, এবং আপনার নিজের উপরেও থাকতে হবে আস্থা।এটা যেহুতু বহুযুগ আগ থেকে অনেকে অনেক ভাবে ব্যবহার করে আসছে এবং এর ভালো দিকের চাইতে খারাপ দিকটাই বেশি তাই এটাকে আমি কাল যাদু বা বলতে বাদ্ধ হলাম।। আমার এই প্রকৃয়ায় কেউ কারও ক্ষতি করার মানষিকতা নিলে সেটা তার নিজ দায়িত্ব আমার উদ্দেশ্য প্রাচিন এই গুপ্ত শক্তি মানুষের উপকারে আসুক।। আপনার শেখার ইচ্ছা থাকলে যোগাযোগ করুন সাইডের এডমিনের সংগে।।