দেহ রক্ষা মন্ত্র (হিন্দু রিতি)
মন্ত্রঃ আ পর ব্রহ্ম পরমাত্ননে নমঃ মম শরীর।
পাহি-পাহি কুরু-কুরু স্বাহা।”
বিধিঃ উপরোক্ত মন্ত্রকে ১০৮ বার জপ করে সিদ্ধ করে নিতে হবে। এরপর যে কোন সিদ্ধির প্রথমে উপরোক্ত মন্ত্র পড়ে দেহরক্ষা করতে হবে। শত্রু, তান্ত্রিক ইত্যাদি থেকে নিজ দেহ রক্ষার জন্য এই মন্ত্র পড়ে দেহ বাঁধতে হয় যাতে অন্যের দেওয়া মন্ত্র তার উপর কার্যকর না হয়।