দুষ্টা স্ত্রী বশীকরণ প্রয়োগঃ
“কৃষ্ণাপরাজিতা মূলং তাম্বুলেন সমাযুতম্।
অবশ্যায়ৈ স্ত্রীয়ৈ দখ্যাং বশ্যাদ্ভবতি নস্যাথা।।”
প্রয়োগ বিধিঃ- কৃষ্ণ অপরাজিতা, অর্থাৎ নীল অপরাজিতার মূল উত্তোলন পূর্বক তাম্বুল অর্থাৎ পানের সঙ্গে মিশ্রিত করিয়া, নিম্নলিখিত মন্ত্রদ্বারা অষ্টোত্তর সহস্র (১০০৮) বার অভিমন্ত্রিত করিয়া দুষ্টা স্ত্রীকে যে কোনও প্রকারে খাওয়াইতে পারিলে সে পতির বশীভূতা হইবে।
মন্ত্রঃ- “অং হ্রং স্বাহা।”