কোন মানুষকে নিজ বশে আনার জন্য অনেক প্রকার প্রয়োগ রয়েছে, তার মধ্যে সবচাইতে প্রবল হচ্ছে ত্রাটক, আবার কিছু কিছু জপ মন্ত্রও বেশ প্রভাবশালী। কিন্তু অনেক সময় আমরা দেখি আমাদের মন্ত্র পাঠ বা ত্রাটক প্রয়োগেও কাউকে বশ করতে পারছি না। সেটা কিন্তু মন্ত্র বা ত্রাটকের দোষ নয় দোষ আমাদের প্রয়োগ প্রনালীতে যেমন নিচের চিত্রে দেখুন-
লাল চিহ্নযুক্ত স্থানে দৃষ্টি নিবদ্ধ করতে হবে, নতুবা আমরা তার দিকে তাকিয়ে কোন মন্ত্রপাঠ বা ত্রাটক প্রয়োগ করে কোন লাভ হবে না।। এমনি করে প্রতিটি কাজের একটি নির্দিষ্ট নিয়ম আছে যা একমাত্র গুরুর কাছেই শিখতে পারবেন। এবং আমাদের সংগে যোগাযোগের মাধ্যমে। কিন্তু নিজে নিজে না বুঝে না শুনে কোন কাজ করতে গিয়ে যদি আপনি বিফল হণ। এবং এর দায়ভার আপনি ত্রাটক বা মন্ত্রের উপর চাঁপান তবে তো এটা জাষ্টিস হলো না।। তাই নয় কি- আমরা এই সাইটটি শুধু মাত্র লুপ্তপ্রায় একটি বাস্তব শক্তিকে জনসাধারনের কল্যানে টিকিয়ে রাখতেই শুরু করেছি।। খুব অচিরেই আমরা আমাদের ওয়েব সাইট সর্ম্পূন নিজেস্ব এবং সয়ং সর্ম্পূন্য ভাবে প্রকাশ করবো-যার কাজ দ্রুত গতিতে চলছে। কিন্তু আমরা যদি আপনাদের সাহায্য বা সারা না পাই তবে তো আমাদের শ্রম পন্ড ।। আপনাদের চাহিদাগুলো আমাদের জানান, আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করুন। আমরা চেষ্টা করবো আপনাদের দৈনন্দিন সমস্যা থেকে শুরু করে পারিবারীক শারীরিক মানষিক যে কোন সমস্যার সমাধান যৌথ ভাবে সমাধান করার। আপনি আপনার সমস্যা না বললে আমরা আমাদের সত্যতা যাচাই করবো কি ভাবে আর আমাদের উদ্দেশ্য পুরুন হবে কি ভাবে।। আসুন আপনি আমি আমরা সবাই মিলে আবারও জাগিয়ে তুলি আমাদের এই প্রাচীন দুষ্প্রাপ্য মহা শক্তিধর লুকায়িত বাস্তব শক্তিকে।। আপনার আগমন- শুভ হোক।।