দাঁত ও কান ব্যথার মন্ত্রঃ
বলমুর্স লাতি উরফন্ ইন্নমা তু অদূনা লাবা কিয়ুন (রোগীর নাম)
বিধিঃ তান্ত্রিক বিধি মেনে মন্ত্রটি অবশ্যই কোন শনি বা মঙ্গলবার ১০৮ বার জপ করে মুখস্ত ও সিদ্ধ করে নিবে। এবার যার দাঁত ব্যথা তার জন্য ৭টি গোল মরিচ নিয়ে তার উপর উপরক্ত মন্ত্রটি ৭বার পাঠ করে ফু দিবে। এবং সেগুলো পিষে যেখানে দাঁত ব্যথা সে যায়গায় লাগাতে হবে। এতে করে তার দাঁত ব্যথা ক্ষনিকেই ভালো হয়ে যাবে।।
এবার যার কান ব্যাথা তার জন্য কিঞ্চিৎ বাদামের তৈল নিয়ে তাতে উপরক্ত মন্ত্রটি ৭বার পড়ে ফু দিবে এবং যে কানে ব্যথা সেই কানে তিন ফোটা করে দিবে তাতেই কান ব্যথা ভালো হয়ে যাবে।।