জ্বর নাশন
উলুক কল্পে নিম্ন লিখিত তিন প্রকার প্রয়োগের দ্বারা জ্বর নিবারিত হয় বলে উল্লেক্ষ আছেঃ-
01)প্যঁচার ঠোট, যষ্ঠিমধু, হরিতাল ও কাকমাচি এই দ্রব্যগুলো নিয়ে চূর্ন করে রোগীর চোখে কাজলের মত দিলে জ্বর নাশ হয়।
02)প্যঁচার ল্যাজকে তাবিজে ভরে রোগীর হাতে বেধে দিলে জ্বর থাকে না।
03)প্যঁচার পা নিয়ে কালো সুতোয় জড়িয়ে রোগীর বাঁ দিকের কানে বেধেঁ দিলে জ্বর ছেড়ে যাবে।