কাক বন্ধ্যা দুরী করনঃ
বিধিঃ প্রথমে মহীষের দুধের সহিত একটি ছোট অপরাজীতার চারা গাছ পেষন করিবে, এরপর মহীষের দুধের ঘী সহ ঋতুকালে সেবন করিবে, এই ঔষধ পর পর সাতদিন সেবন করিতে হইবে। এই সাতিদিন লুঘু পথ্য আহার করিবে, কাম, ক্রোধ, লোভ, হিংসা ইত্যাদি থেকে বিরত থাকিবে। এই নিয়মে কাক বন্ধ্যা নারীর সন্তান প্রাপ্তি হতে পারে।