মন্ত্রঃ “ক্রিং কা কা”
আমরা অনেকেই জানি, আবার অনেকেই এটা বিশ্বাষ করি যে আমাদের চারপাসে যে সমস্ত প্রানী আছে তাদের ভিতর অনেক প্রানী’ই ভবিষৎ সর্ম্পক্যে অবগত। তারা কোন ভাবে ভবিষতের খবর বুঝতে পারে। যেমন কাক-এই প্রানীটি একটু গুরুত্ব সহকারে লক্ষ করলেই বুঝতে পারবো। ইহা অনর্থক ডাকা ডাকি করে না, বিশেষ করে আমাদের বাসার চারপাসে যখন কা কা করে। যা হোক এখন আমি হিন্দু শাস্ত্র থেকে একটি সাধনা দেব যার মাধ্যমে আপনারা চাইলে এই কাকের কা কা এর অর্থ বুঝতে পারবেন। এটি অবশ্য এখন অব্দি কাউকে পরিক্ষা করে দেখতে শুনিনি, তবু্ও এখানে পোষ্ট করলাম-
বিধিঃ মাথার উপর কাকের পুচ্ছ (পিছনের অংশ পালক সহ) ধারন করিয়া, এবং চিতার উপরে সমাসীন হইয়া উপরক্ত মন্ত্রটি ৬০০০ (ছয় হাজার) বার জপ করা যায় তবে এই মন্ত্র সিদ্ধি হয়। এটি অবশ্যই অর্ধেক রাত্রীতে শ্মশানে গিয়ে করতে হবে।।
এই মন্ত্র প্রভাবে সাধক কাকের ভাষা বুঝিতে সক্ষম হইবে। এবং সেই সংগে সাধক দীর্ঘ জীবন লাভ করে নানা প্রকার অসাধ্য কাজ সমাধা করার ক্ষমতা জন্মে।।