কাঁক ডাকার ফলঃ
সাধারনত আমাদের চারপাশে হরহামেসাই কাক ডাকে তবে যদি ঠিক আপনার বাড়ীর বা আপনার পার্শ্বেই কাক ডেকে উঠে বা আপনার বাড়ীর উঠানে ডেকে উঠে তবে সেটার পিছনে অবশ্যই প্রকৃতির কোন লুকানো ব্যপার আছে। আপনি কখনও হয়তো বিশ্বাষ করেন না বা কখনও গুরুত্ব দেন নি কিন্তু এই অযাচিত বিষয়টির একবার বিশ্লেষন করে দেখুন, সে আসলে কি বলে, কেন বলে, অর্থক নাকি পুরোটাই অনর্থক। তবে এখানে একটি বিষয় জরুরী, আর তা হলো সময় জ্ঞ্যান, কারন কোন সময় কাক ডাকলো, তা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটি বিষয় সাধারনত দেখা গেছে কাক ডাকার ফলাফল স্বপ্নচারী বা অন্য কোন ইঙ্গিতের মত সময় সাপেক্ষ ব্যপার নয় এর ফলাফল মুহুর্ত থেকে সর্বচ্য তিন দিনের মধ্যেই হয়ে থাকে। তাই আপনার ভালোমন্দ অবশ্যই জেনে নিন।।
দিনের প্রথম প্রহরে কাক ডাকলে ( সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রথম প্রহর)
এ সময় বাড়ীর পূর্ব দিকে ডাকলে – মনোবাসনা সিদ্ধ হবে।
এ সময় বাড়ীর দক্ষিন দিকে ডাকলে – সুখবর পবে।
এ সময় বাড়ীর উত্তর দিকে ডাকলে -শত্রুর শত্রুতা বৃদ্ধি পাবে।
এ সময় বাড়ীর পশ্চিম দিকে ডাকলে -আয় উপার্জন বৃদ্ধি পাবে।
এ সময় বাড়ীর নৈঋত দিকে ডাকলে -ব্যবসায় লাভবান হবে।
এ সময় বাড়ীর ঈশান দিকে ডাকলে -মেহমান আসবে।
এ সময় বাড়ীর অগ্নি দিকে ডাকলে -সু-সন্তান জন্ম নিতে পারে।
এ সময় বাড়ীর বায়ু দিকে ডাকলে -শুভ সংবাদ পাবে।
দিনের দ্বিতীয় প্রহরে কাক ডাকলে ( সকাল 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর)
এ সময় বাড়ীর পূর্ব দিকে ডাকলে – শুভ সংবাদ পাবে।
এ সময় বাড়ীর দক্ষিন দিকে ডাকলে – দুঃক্ষ কষ্ট দুর হবে নতুবা সন্তান জন্মাবে।
এ সময় বাড়ীর উত্তর দিকে ডাকলে – কেহ শত্রুতা করবে।
এ সময় বাড়ীর পশ্চিম দিকে ডাকলে –কোন বুর্জর্গ লোকের সাক্ষাৎ লাভ ও উপার্জন বৃদ্ধি পাবে।
এ সময় বাড়ীর নৈঋত দিকে ডাকলে -মনোবাসনা পূর্ন হবে।
এ সময় বাড়ীর ঈশান দিকে ডাকলে – শাক সব্জি নষ্ট হবে।
এ সময় বাড়ীর অগ্নি দিকে ডাকলে – উদ্দেশ্য সিদ্ধ হবে।
এ সময় বাড়ীর বায়ু দিকে ডাকলে – আগুন লাগার সম্ভবনা আছে, সাবধান।
দিনের তৃতীয় প্রহরে কাক ডাকলে ( সকাল 12টা থেকে 3টা পর্যন্ত তৃতীয় প্রহর)
এ সময় বাড়ীর পূর্ব দিকে ডাকলে – শত্রুরা গোপনে অনিষ্ট করার চেষ্টায় থাকবে।
এ সময় বাড়ীর দক্ষিন দিকে ডাকলে – ঝগড়া বিবাদ হবে।
এ সময় বাড়ীর উত্তর দিকে ডাকলে – পূত্র সন্তান জন্ম লাভ করবে।
এ সময় বাড়ীর পশ্চিম দিকে ডাকলে – গুপ্তধন লাভ করবে।
এ সময় বাড়ীর নৈঋত দিকে ডাকলে – শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে।
এ সময় বাড়ীর ঈশান দিকে ডাকলে – বাড়ীতে চুরি হওয়ার সম্ভবনা আছে।
এ সময় বাড়ীর অগ্নি দিকে ডাকলে – ঝগড়া ঝাটি হবে।
এ সময় বাড়ীর বায়ু দিকে ডাকলে -শুভ সংবাদ পাবে।
দিনের চতুর্থ প্রহরে কাক ডাকলে ( সকাল 3টা থেকে 6টা পর্যন্ত চতুর্থ প্রহর)
এ সময় বাড়ীর পূর্ব দিকে ডাকলে – কারো সাথে ঝগড়া লাগবে।
এ সময় বাড়ীর দক্ষিন দিকে ডাকলে – পূত্র সন্তান জন্মানোর পূর্বাভাস।
এ সময় বাড়ীর উত্তর দিকে ডাকলে -শুভ সংবাদ পাবে।
এ সময় বাড়ীর পশ্চিম দিকে ডাকলে -কারো মৃত্যু সংবাদ পাবে প্রস্তুত থাকো।
এ সময় বাড়ীর নৈঋত দিকে ডাকলে -কারো কাছ থেকে উপহার পাবে।
এ সময় বাড়ীর ঈশান দিকে ডাকলে – শুভ সংবাদ লাভ করবে।
এ সময় বাড়ীর অগ্নি দিকে ডাকলে -মামলায় জড়িয়ে পড়বে।
এ সময় বাড়ীর বায়ু দিকে ডাকলে -শুভ সংবাদ পাবে।