কফ পিত্ত বাতিকের ঔষধঃ
চিরতা দুই রতি, বিছনাগ আধা তোলা, পিপুল অর্দ্ধ তোলা, গোল মরিচ অর্দ্ধ তোলা, জ্যৈষ্ঠ মধু দুই আনা= সমস্ত কিছু সামান্য পরিমান আদার রসে উত্তম রুপে পিষিয়া সরিষা পরিমাণ বড়ি তৈরী করিবে। বলবান লোকের জন্য একটি বড়ি, শিশুর জন্য ছয় ভাগের এক ভাগ, এই ভাবে মধু সহযোগে দিনে দুই তিন বার সেবনে কফ ও পিত্ত সারিয়া যাইবে।।