উভয়ের মধ্যে বিদ্বেষণ মন্ত্রঃ
মন্ত্রঃ- “ওঁ নমো নারায়ণায় অমুকে অমুকেন সহ বিদ্বেষং কুরু কুরু স্বাহা।”
বিধি– উপরোক্ত মন্ত্র গ্রহণের দিন অথবা দীপান্বিতা অমাবস্যার রাত্রে ১০০০০ (দশ হাজার) বার জপ করলে মন্ত্র সিদ্ধ হবে।
বিঃদ্রঃ-প্রয়োগকালে মন্ত্র মধ্যে যেখানে “অমুকে অমুকেন” শব্দ আছে, সেখানে যাদের মধ্যে বিদ্ধেষণ করা হবে, তাদের নাম বলতে হবে। যদি রামের সঙ্গে মাধবের বিদ্বেষণ করাতে হয়। তাহলে রামচন্দ্রস্য মাধব দেবশর্মানেন সহ বা দাসেন সহ প্রভৃতি বলতে হবে।
এক হাতে একটি কাকের পালক অপর হাতে একটি প্যাঁচার পালক নিয়ে দুটি পালককে ১০৮ বার উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে, দুটি পালককে উভয়ের মধ্যে বিদ্বেষণ হবে।