আমিও পারবো
আমরা জীবনের অনেক টা সময় হতাসার মধ্যে পার করি এবং আমরা অনেকেই যানিনা এই হতাসার কারনেই আমাদের জীবনে নেমে আসে দুক্ষ যন্ত্রনা না পাওয়া, হারানো। নানা রকম অসুখি বিষয়ে আমরা জরিয়ে পরি। আমরা অনেকেই যানি না শুধু মাত্র খারাপ চিন্তার কারনেই আমাদের কে বাস্তবেই খারাপ পরিস্থিতির বা খারাপ সময়ের মুখমুখি হতে হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি ভালো ও সুখময় ইতিবাচক চিন্তা বা কল্পনা করি তবে একটি সময় সেই চিন্তার প্রতিফলন হয়ে। আমরা যদি শুধু মাত্র এই একটি বিষয় – খারাপ চিন্তা খারাপ কল্পনা, হারানোর কথা বা চিন্তা, খারাপ সময়ের জন্য হাহাকার করা বাদ দেই তবে 70% আমাদের জীবনের এই গুলো থেকে দুরে থাকতে পারবো। আপনি শুধ ভাবুন বা বলুন আপনিও পারবেন, দেখুন সত্যি সত্যি আপনি পারছেন যা আপনি কখনও হয়তো কল্পনাও করতে পারেন নি। আপনার প্রতিটি কাজের জন্য ভয় নয় সাহস’ই আপনাকে সফলতার মুখ দেখাবে।।
গুপ্ত মন্ত্র
এই একটি বিষয়ের একটি গুপ্ত মন্ত্র আপনাদের সামনে পেশ করছি এটার একটি বিশেষ গুন হলঃ আপনি যদি কোন বিষয়ে উপর কাউকে ভুল তথ্যও আপনি দেন তবুও এটি শঠিক হয়ে যাবে এক কথায় বাক সিদ্ধি আপনি যদি মনে করেন আজ এই কাজটি হবে তবে ঠিকই সেই কাজটি হয়ে যাবে তবে এর জন্য দরকার আপনার পযাপ্ত পরিশ্রম একাগ্রচিত্তে কয়েকদিন সাধনা।ব্যাস তাতেই হবে। এডমিন