অষিম দৃষ্টিঃ
“ওঁ হ্রীং ফ্রুং স্বাহা।”
বিধিঃ প্রথমে একটি শকুন জোগার করবে। এবার কৃষ্ণপক্ষের চর্তুদশীর দিন শকুনের মাথাটি কেটে নিবে এবং মাটিতে পুঁতে দিবে। এবং যেখানে শকুনের মাথা পোঁতা আছে তার উপর মাটিতে একটি রসুনের বিজ বা কোয়া রোপন করবে। এবার পুনরায় যখন পুষ্যানক্ষত্র আসবে সেই সময় সেই রসুনের ফুল তুলে জ্বলে পেষন করে ঘৃত মিশিয়ে চোখে কাজলের মত লাগাবে। তারপর উক্ত মন্ত্র ১০০৮ (এক হাজার আট) বার জপ করবে।তাহলে সেই ব্যক্তি যেদিকে তাকাবে তার চোখে সে হাজার মাইল পথের কোন ঘটনাও চোখে পরবে কোন বাধা থাকবে না।।এটি অত্যন্ত গোপন একটি বিদ্যা যা সর্ব সাধারনের জন্য নয়।।বিধিমত মন্ত্রকে পূবেই মুখুস্ত করে রাখতে হবে।।