আপনারা যারা মুসলিম তাদের জন্য-
অর্থকষ্ট প্রায় প্রতিটি মানুষের একটি সাধারন ব্যপার, আপনার অভাব কখনও শেষ হবে না। তবে চাহিদা সিমিত রাখতে পারলে অনেকটা শান্তিতে থাকা যায়।। তবে নেহায়েৎ চাহিদা যখন পুরুন করা দুস্কর হয়ে যায়। ঋন যখন মাথার উপর বিশাল একটা বোঝা হয়ে দারায়। জীবন মৃত্যুর মাঝ খানে যখন শুধু অর্থই একমাত্র প্রতিবন্ধক হয়ে যায়। তখন শত কষ্টের মাঝে যদি আপনি আর একটু কষ্ট সহ্য করতে পারেন তবে, আমি কথা দিচ্ছি আপনার অর্থ কষ্ট দুর করে দিব। আপনি হটাৎ করে এতে কোটি টাকা অবশ্যই পাবেন না তবে অনাকাঙ্খীত ভাবে আপনার সেই সময়ের অভাব মোচন হয়ে যাবে আপনার ঋন পরিশোধ হয়ে যাবে। সর্ব্বচ্য তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে।।
প্রথমত আপনাকে আমিষ খাওয়া বন্ধ করতে হবে, হতে হবে পরিপূর্ণ নিরামীশ ভোজি এমন কি কাচাঁ পিয়াজ রশুন পর্যন্ত খাবেন না।
১ >> প্রতিদিন চাশতের নামাজ পরুন।
২ >> আল্লাহু লত্বীফুন বে‘ইবাদিহি ইয়ারযুক্কু মাই ইয়া শাউ ওয়া হুয়াল ক্বাওয়ীয়্যুল আযীয।। এই দোওয়াটি নতুন চন্দ্রমাসের প্রথম রবিবার দিন বা রাত্রে একাগ্রমনে ১000 বার পাঠ করুন।।
৩ >> আল্লাহুম্মা আকফেনী বে হালালীকা আন হারামীকা ওয়া আগনেনী বে ফাদ্বলেকা আম্মান ছেওয়াকা।। এই দোওয়াটি শুক্রবার জুম্মার জামাতের নামাজ বাদ পরবর্তি সুন্নাত নামাজের আগেই একই আসনে ৭0 বার পাঠ করুন।। এতে আপনার মনোষ্কামনা পূর্ন হতে পারে।।
আরও জটিল অর্থৎ সাধনাগুলো পরবর্তিতে দিব আশা করছি।।