অমানিষায় বশীকরণ প্রয়োগঃ
বিধিঃ মঙ্গলবার দিন অমাবস্যা হলে পবিত্রতাপূর্বক স্নান ও পূজা ইত্যাদি করে বনে যেতে হবে এবং সেখানে উত্তর দিকে মুখ করে আপাং গাছ দেখতে হবে, এবার সেখানে ব্রাহ্মণকে ডেকে যথাবিধি উক্ত গাছকে পূজা করবে। আপাং গাছের বীজ বাড়ীতে এনে তার ভুষী বার করে পরিষ্কার করে নিতে হবে। এবার ভগবান শঙ্করের ধ্যান করে কোনও ভাবে রাজ তুল্য ব্যক্তি কোন উচ্চ পদস্ত কর্মকর্তাকে বা কোন কঠিন হৃদয়া নারীকে যদি তা খাওয়া দেওয়া যায় তবে সেই ব্যক্তি চিরকালের জন্য প্রয়োগ কর্তার অনুরক্ত ও বাধ্য হয়ে থাকবে। এটি যদি কোন ভাবে পূষ্য নক্ষত্রযুক্ত অমাবস্যা হয় তবে তো তা প্রখর প্রভাবশালী হয়।।